Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঋণ প্রাপ্তি

১। কৃষি বিভাগঃ এ বিভাগ হতে কোন ঋন দেয়া হয় না।  তবে কৃষি বিভাগের পরামর্শক্রমে প্রকৃত কৃষকদের (বর্গাচাষীসহ) রেয়াতি সুদে সহজ শর্তে সকল তফসিলি ব্যাংক হতে কৃষি ঋন দেয়া হয়।  ডাল, তেল  ও মসলা জাতীয় ফসলের চাষে  ৪% হার  সুদে ঋন পাওয়া যায়।

২। মৎস্য বিভাগঃ এ বিভাগ হতে কোন ঋন দেয়া হয় না।  তবে  মৎস্য বিভাগের পরামর্শক্রমে প্রকৃত মৎস্যচাষীদের রেয়াতি সুদে সহজ শর্তে সকল তফসিলি ব্যাংক হতে কৃষি ঋন দেয়া হয়।

৩। প্রানী সম্পদ বিভাগঃ এ বিভাগ হতে কোন ঋন দেয়া হয় না।  তবে  মৎস্য বিভাগের পরামর্শক্রমে পশু পালনের জন্য রেয়াতি সুদে সহজ শর্তে সকল তফসিলি ব্যাংক হতে কৃষি ঋন দেয়া হয়।

৪। সমাজ সেবা অধিদপ্তর: দুটি কর্মসূচীতে সমাজ সেবা বিভাগ ঋন প্রদান করে।

            ক) আর,এস,এস ঘুর্নায়মান তহবিল ক্ষুদ্রঋন( সুদমুক্ত): হতদরিদ্র নারী ও পুরুষের জীবনমান উন্নয়নে সহজ শর্তে ঋন দেয়া হয়।

            খ) এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের সহজ শর্তে ঋন প্রদান করা হয়।

৫। পল্লী উন্নয়নঃ  সফলভাবে প্রশিক্ষন  সম্পন্ন করার পরে ঋন প্রদান করা হয়।

৬। যুব উন্নয়ন অধিদপ্তর: সফলভাবে প্রশিক্ষন  সম্পন্ন করার পরে ঋন প্রদান করা হয়।

৭। মহিলা বিষয়ক অধিদপ্তর: দুঃস্থ, বিধবা,স্বামী পরিত্যক্তা ও অসহায় মহিলাদেরকে হাস মুরগি, গরু ছাগল পালন ইত্যাদি আত্নকর্মসংস্থানমূলক কাজে সর্বনিন্ম ৫,০০০.০০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০০.০০ টাকা পর্যন্ত ঋন প্রদান করা হয়।