Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

 

দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, নির্মল বায়ু ও দূষণমুক্ত উম্মুক্ত জলাধার- খাল-বিল, নদী-নালা কাঠালিয়া উপজেলাকে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ করেছে। বিষখালী নদীতে প্রাপ্ত সুস্বাধু ইলিশের খ্যাতি বিশ্বজোড়া। এ উপজেলার বিভিন্ন খাল-বিল, নদীতে প্রাপ্ত তপসে, পোয়া, কাঠালি চিংড়ি, কৈ, শিং, পাবদা, মাগুর, আইর, বোয়াল ইত্যাদি মাছ দেশের বিভিন্ন অঞ্চলে প্রেরিত হয়।এ উপজেলার লবণাক্ত মাটিতে বহুল পরিমানে উৎপাদিত নারিকেল ও সুপারি এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক ফসল। সুগন্ধি ও চিকন জাতের মৌলতা, দুধকলম ও রাজাসাইল  চালের চাহিদাও রয়েছে দেশের বিভিন্ন স্থানে।