Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
তালগাছিয়া ও হক্কোন নূর দরবার শরীফ, শৌলজালিয়া
বিস্তারিত

হক্কোন নূর দরবার শরীফ, শৌলজালিয়া :
এ গ্রামটি মুসলিম অধ্যুষিত এলাকা। ঝালকাঠি জেলার এ উপজেলায় পদার্পন করেছিলেন অন্যতম আউলিয়া হযরত মাওলানা নাফিসুর রহমান সুফিসাধক। সংসার জীবনের প্রতি তার মোহ ছিল না। তাই তিনি চট্টগ্রামে মাইজভান্ডারিয়া সম্মেলনে যোগ দেন। তিনি অসার তত্ত্ব, সত্য ও যুগ তথ্যের সন্ধান পেয়েছিলেন। এ কারণে তার সাধনাস্থলের নাম দেয়া হয় হক্কেন নূর। ১৯০৫ সালে এ দরবার শরিফ প্রতিষ্ঠিত হয়।

 

 

তালগাছিয়া দরবার শরীফ, শৌলজালিয়া : মরহুম হযরত মাওলানা মাকছুদুল্লাহ আশ্রাফী এর মাজার তালগাছিয়া, শৌলজালিয়ায় অবস্থিত। তিনি একজন আধ্যাত্মিক ও সূফী সাধক ছিলেন।